
ওয়েব ডেস্ক: প্রান্তিক ও দরিদ্র মানুষদের জন্য অ্যাম্বুলেন্স সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের। একই সঙ্গে ১২ হাজার মানুষের হাতে বস্ত্র তুলে দেন সাগরদিঘির বিধায়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ ও দুর্গা পুজো উপলক্ষে প্রতিবছর হাজার হাজার পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। বিধায়কের পিতা বাবর আলী বিশ্বাস ও এই ধরনের সমাজ সেবামূলক কাজ করতেন। বাবার সেই কর্মকাণ্ডকে মর্যাদার সঙ্গে বহন করে চলেছেন বিধায়ক বাইরন বিশ্বাস। আগামী ইদ উপলক্ষে বস্ত্র বিতরণ ও সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক।
বাইরন বিশ্বাস অ্যাম্বুলেন্স নিজে চালিয়েই হাসপাতালে রেখে আসেন। অনুষ্ঠানে বিদ্যুৎ দপ্তরের প্রতি মন্ত্রী আখরুজ্জামানও উপস্থিত ছিলেন। বিধায়ক বাইরন বিশ্বাসের বাবার কর্মসূচির সময়েও হাজির থাকতেন বলে জানালেন বিদ্যুৎ দপ্তরের প্রতি মন্ত্রী।
বায়রন বিশ্বাস বলেন, ‘দরিদ্র মানুষের জন্য এই কাজ করে চললে বাবার আত্মা শান্তি পাবে। দরিদ্র মানুষের মুখে হাসি ফুটলেই স্বার্থক হবে আমার যাবতীয় কর্মকাণ্ড।’