
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর:
ভোট পরবর্তী উত্তেজনা বহাল পূর্ব মেদিনীপুরে । নন্দীগ্রামের সিতানন্দ কলেজে এবিভিপি ও টিএমসিপির ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। উত্তেজনা গোটা কলেজ চত্বরে।এবিভিপি ও টিএমসিপি সমর্থকদের সংঘর্ষে উত্তাল নন্দীগ্রাম।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র পরিষদের নেতা ও ছাত্ররা কলেজ ক্যাম্পাসের মধ্যে হেল্প ডেস্ক খুলে রেখেছিলো।, অথচ দীর্ঘদিন কলেজে নির্বাচন হয়নি। এবিভিপি সমর্থকদের দাবি যেহেতু এতদিন নির্বাচন হয়নি সেইজন্য কোন রাজনৈতিক দলের হেল্প ডেক্স বা ফ্যাগ ফেস্টুন থাকবে না কলেজ চত্বরে। তাদের দাবি তৃণমূল ছাত্র সংগঠনের ছাত্ররা যদি হেল্প ডেক্স খুলে থাকে ,তাহলে এবিভিপির ছাত্ররাও হেল্প ডেস্ক খুলবে কলেজের মধ্যে। এরপরেই ফ্ল্যাগ খুলে এবং হেল্প ডেক্স বন্ধ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।