
তামসী রায়প্রধান,কলকাতাঃ তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীর পরবর্তী ছবিতে দেখা যাবে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। এমনটাই কানাঘুষো এখন টলি পাড়ায়। এই ছবিতে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। জানা গিয়েছে, ১১ মার্চ থেকে কলকাতায় এই নতুন ছবির শ্যুটিং শুরু হবে।সূত্রের খবর, বাবা-ছেলের সম্পর্কের রসায়নই এই ছবির মূল আকর্ষণ। বাবার ভূমিকায় থাকছেন মিঠুন এবং ছেলের ভূমিকায় ঋত্বিক।আরঅ জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগেই ছবির শুটিং শুরু করে দিতে চাইছেন রাজ।
প্রসঙ্গত, ‘প্রজাপতি’র চূড়ান্ত সাফল্যের পর আবার বাবা-ছেলের সম্পর্কের রসায়ন নিয়ে মিঠুন ঋত্বিক জুটি কেমন সারা ফেলে সেদিকে তাকিয়ে বাংলার সিনে প্রেমীরা।