
জয়া মিশ্র, পাটনাঃ বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলা কালীন ধসে পরল দেয়াল। ঘটনায় আহত কমপক্ষে ৪০ জন। আহতদের মধ্যে প্রায় সকলেই মহিলা। ঘটনাটি ঘটেছে পাটনার উপকণ্ঠে শ্রীপালপুর এলাকায়।
বাড়িতে চলছিল ধর্মীয় অনুষ্ঠান। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই যোগদান করেছিলেন অনুষ্ঠানে। হঠাৎ করেই বাড়ির একটি দেয়াল ধসে পরে। পুলিশ সূত্রে খবর দেওয়াল ধসে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। ঘটনা টি ঘটেছে, বিহারের রাজধানী পাটনার উপকণ্ঠে শ্রীপালপুর এলাকায়। পাটনার সিনিয়র পুলিশ সুপার রাজীব মিশ্র জানিয়েছেন, আহতদের মধ্যে প্রায় সকলেই মহিলা। আহতদের মধ্যে কয়েকজনকে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।
রাজীব মিশ্র আরও বলেন, পুনপুন থানা এলাকার শ্রীপালপুরের নীরজ কুমারের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ১০০ জনের বেশী মানুষ জড়ো হয়ে ছিলেন। যাদের বেশিরভাগই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।