
ওঙ্কার ডেস্ক: আগুনের গুজবে রেললাইনে নেমে দাঁড়ানো যাত্রীদের চাপা দিয়ে চলে গেল অন্য একটি ট্রেন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর মহারাষ্ট্রের জলগাঁও জেলার পাচোরা স্টেশনে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রেল সূত্রের খবর, ট্রেনের মধ্যে আগুন লেগেছে বলে গুজব ছড়িয়েছিল কেউ। সেই মতো কেউ টেনেছিলেন চেন। যার জেরে দাঁড়িয়ে পড়েছিল পুষ্পক এক্সপ্রেস। ট্রেন থেকে একে একে বহু যাত্রী লাফ দিয়ে নেমে পড়েছিলেন। যাত্রীরা যখন লাইনে দাঁড়িয়েছিলেন, সেই সময় উল্টোদিক থেকে আসছিল কর্ণাটক এক্সপ্রেস। সেই এক্সপ্রেস ট্রেনটি লাইনে নামা যাত্রীদের চাপা দিয়ে চলে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিকরা। পৌঁছেছে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।