
শেখ এয়াশাদ, কলকাতাঃ কলকাতা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ১৪/৩ কেনাল ইস্ট রোডে অগ্নিকান্ডের ঘটনা। ঘটনাস্থলে দমকলের পাঁচটা ইঞ্জিন। এক মার্বেল শোরুমের গোডাউনে আগুন লাগে। শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। মার্বেলের কভার খড় এবং পিচবোর্ডে থকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। কালো ধোঁয়ায় ডেকে যায় এলাকা। দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। ধোঁয়ায় পরিমাণ বেশি থাকায় দমকল কর্মীরা এখনও গোডাউনের ভিতরে প্রবেশ করতে পারেনি বলে জানা যাচ্ছে।