
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনাঃ প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ,উত্তর চব্বিশ পরগণার শালীপুর গ্রাম পঞ্চায়েতের একটি দলীয় অফিস ভাঙচুর করলো ঘাসফুলের সমর্থকরা । অভিযোগ রবিবার সন্ধ্যার পর হাড়োয়া দুই নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি খালেক মোল্লার দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তৃনমূলের নবনির্বাচিত সিরাজুল ইসলামের গোষ্ঠী। এই হামলায় পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে তৃনমূলের দলীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয়। ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে সিরাজুল ইসলাম জানান, “দল আমাকে ব্লক সভাপতি বানিয়েছে। আমরা দলের সৈনিক। বিরোধী গোষ্ঠী পরিকল্পনা করে এসব ঘটাচ্ছে”। তৃনমূলের অন্য গোষ্ঠী অর্থাৎ ফরিদ জমাদারের তরফ পাল্টা জবাব দিয়ে বলা হয় , “নবনির্বাচিত সভাপতি সিরাজুল ইসলামের লোকজন হামলা চালিয়েছে। তারা গোটা এলাকা নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেছে”। খবর পাওয়া মাত্রই হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এখনও পর্যন্ত কোন গোষ্ঠী ভাঙচুর চালিয়েছে তা জানা যায়নি। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।