
ঝুমা পাল চৌধুরী, আগরতলাঃ মণিপুরের সরকারকে বরখাস্ত করার দাবিতে এবার রাস্তায় নামল ত্রিপুরার উপজাতিরা। মণিপুরের কুকি-যো উপজাতিদের দাবিকে সমর্থন জানিয়ে মোমবাতি মিছিল করেন তারা।
প্রায় তিন মাস ধরে উত্তপ্ত মণিপুর। উত্তর পূর্বের রাজ্যটিতে রাজ্যটিতে গোষ্ঠী সংঘর্ষে দু’শো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। প্রায়ই দিনই মৃত্যুর ঘটনা ঘটছে। বহু মানুষ ঘর ছাড়া। কাংপোকপি এলাকায় উপজাতি দুই মহিলাকে বিবস্ত্র করে হেনস্থার ছবি সামনে এসেছে। সেই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে গোটা দেশ। মুখ্যমন্ত্রী এন বিরেন সিং-এর পদত্যাগ চাইছেন অনেকেই। সেই দাবি কে সমর্থন করে পথে নামল ত্রিপুরার জাম্পুই পাহাড় এলাকায় বসবাসকারী ত্রিপুরা মিজো এবং আন্যান্য উপজাতিরা।
মণিপুরের হিংসায় মৃতদের প্রতি শোক জানাতে ত্রিপুরা মিজো এবং উপজাতিরা বাড়ির সামনে কালো পতাকাও লাগিয়েছে। একটি বিবৃতি তারা জানান, ‘এই নৃশংস এবং চুড়ান্ত অমানবিক ঘটনায় শুধু দেশের মানুষ নয়, গোটা বিশ্বের মানুষ ধাক্কা খেয়েছেন। এই রকম নক্কারজনক ঘটনায় সবাই লজ্জিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেখানে হিংসা শুরুর দুমাস পরেও খুব সামান্য ঘটনা প্রকাশ্যে আসছে।’ তাদের দাবি, সেখানে অনেকগুলি লুটপাট, খুন, গণধর্ষণ, অত্যাচারের ঘটনা ঘটেছে। কিন্তু সেগুলি এখনও প্রকাশ্যে আসেনি। ইন্টারনেট এবং সোশাল মিডিয়াকে বন্ধ রেখে এতদিন সেখানের সত্য ঘটনাগুলি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের বাসিন্দাদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।