
নিজস্ব প্রতিনিধি, আগরতলাঃ সরকারি মদতে চা বাগান ধ্বংস করার অভিযোগ ত্রিপুরায়। এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার আগরতলায় মিছিল করে সিপিআইএম’র শ্রমিক সংগঠন সিটু। বুল্ডোজার দিয়ে চা বাগান উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে রাজ্য শ্রম দফতরে গ্ণ ডেপুটেশ্ন দেয় বাম শ্রমিক সংগঠন সিটু।
রাতের গভীরে ত্রিপুরায় ঊনকোটি জেলার কৈলাসহর থানা এলাকার জগন্নাথপুর চা বাগানে’র ১ নং সেকশন, ৬ নং সেকশন, ১২ নং সেকশন, এবং ১৩ নং সেকশন, চা গাছ বুল্ডোজার দিয়ে উচ্ছেদ করে দুষ্কৃতীরা। এখন শুধুই বড় বড় গর্ত হয়ে আছে চা বাগানের চারটি সেকশনে। সিপিআইএম’র শ্রমিক সংগঠন সিটুর দাবি, রাজ্যের বিজেপি সরকারের মদতে চা বাগান ধ্বংস লীলা চলছে। সোমবার আগরতলায় মিছিল করে সিটু কর্মী সমর্থক নেতারা। রাজ্য শ্রম দফতরে গ্ণ ডেপুটেশ্ন দেয় বাম শ্রমিক সংগঠন সিটু।
প্রসঙ্গত, ত্রিপুরায় মোট ৫৪ টি চা বাগান রয়েছে যার মধ্যে তিনটি বাগান রয়েছে রাজ্য সরকারের অধীনে। পাশাপাশি রয়েছে কয়েক হাজার ছোট চা চাষি। রয়েছে, ত্রিপুরা টি ডেভেলপমেন্ট করপোরেশন। চা বাগিচা শিল্প ত্রিপুরার অর্থনিতির একটা বড় অংশ। এর মাঝেই, সরকারি মদতে চা বাগান ধ্বংস করার অভিযোগ আনলো বামেরা।