
নিজস্ব সংবাদদাতা : মানিক সরকারের আমলে ত্রিপুরায় নিয়োগ নিয়ে দুর্নীতির জেরে চাকরি গিয়েছিল ১০ হাজার শিক্ষকের। এই দুর্নীতি সামনে আসায় ত্রিপুরায় সরকার বদল ঘটেছিল বলে মনে করেন সেখানকার রাজনৈতিক মহল। এরপর পশ্চিমবঙ্গে এস এস সি-র নিয়োগ নিয়ে যে ঝড় চলছে তাতে আগাম সতর্কতা নিল ত্রিপুরার বিজেপি সরকার। ২০২৩ সালে ৮ জানুয়ারি ত্রিপুরার দমকল দফতরে নিয়োগের জন্য যে লিখিত পরীক্ষা হয়েছিল তা বাতিল করে দেওয়া হল। যদিও দু’বছর আগে এই পরীক্ষা হলেও এখনও তার ফলপ্রকাশ হয়নি। সংশ্লিষ্ট দফতরের তরফে পরীক্ষা বাতিলের কারণ হিসাবে জানানো হয়েছে, পরীক্ষকেরা বড় ভুল এবং গোলমাল শনাক্ত করতে পেরেছেন। নতুন পরীক্ষার দিন পরে জানানো হবে।
ত্রিপুরার বিজেপি সরকার পশ্চিমবঙ্গের পরিস্থিতি থেকে অভিজ্ঞতা নিয়েছে তা মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি সুপ্রিম কোর্ট এ রাজ্যে প্রায় ২৬ হাজার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। সেই রায়ের পরে রাজ্য ও জাতীয় ক্ষেত্রে আলোড়ন চলছে। এই পরিস্থিতিতে ত্রিপুরায় চাকরির পরীক্ষা বাতিলের ঘটনা রাজনৈতিক বিতর্ককে উস্কে দিল, এমনই মনে করা হচ্ছে।