
নিজস্ব প্রতিনিধিঃ সন্ত্রাস মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ত্রিপুরা স্টেট রাইফেলস অর্থাৎ টিএসআর-জওয়ানরা। বিভিন্ন রাজ্যে নির্বাচনের সময় তাঁদের মোতায়েন করা হয়ে থাকে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তারা। এবার টিআরএস বাহিনীতে এবার ৩৯ বছর পর যুক্ত করা হল মেয়েদের। ১৩৭ জন মহিলাকে এই বাহিনীতে যুক্ত করার কথা ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুধু তাই নয়, টিএসআর-এ মহিলাদের জন্য আলাদা ব্যাটেলিয়ান তৈরি করা হবে বলেও জানিয়েছেন মানিক। মুখ্যমন্ত্রী আরও বলেন ফোর্সে যাঁদের নিযুক্ত করা হবে তাঁদের মধ্যে ৩৩ শতাংশ হবে মহিলা। উল্লেখ্য, ১৯৯০ সালে সেপ্টেম্বর মাসে এই ব্যাটেলিয়ানের পথ চলা শুরু হয়। ছত্তিশগড়ে নকশাল দমনে TSR জওয়ানদের যথেষ্ট সুনাম আছে।