
ঝুমা পাল চৌধুরী, আগরতলাঃ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেবের প্রচারে রাজপথে মুখ্যমন্ত্রী মাণিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিজেপির মিছিল।
আগামী ২৭ মার্চ মনোনয়ন পত্র জমা দেবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেব এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার। আগরতলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য জানান, সেদিন বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে একটি রেলিও অনুষ্ঠিত হবে। যা রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে মনোনয়ন পত্র জমা করতে যাবে। এদিকে ববিবার আগরতলা শহরে মিছিল করে বিজেপি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে রাজপথে নামেন মুখ্যমন্ত্রী মাণিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিজেপির মিছিল।