
ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প-প্রশাসন। যা নিয়ে চলছে জোর আলোচনা। সেই আবহে এবার দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গদের মার্কিন যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের প্রস্তাব দিলেন সেখানকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের ওই প্রস্তাব যদিও ফিরিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের বেশ কয়েকটি সংগঠন। দক্ষিণ আফ্রিকা সরকারের বিরুদ্ধে সেদেশের কিছু শ্বেতাঙ্গ নাগরিকের ‘অধিকার লঙ্ঘনের’ অভিযোগ ওঠে। তার শাস্তিস্বরূপ দেশটিকে সব ধরনের ত্রাণ ও আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের ওপর সহিংস হামলা চালানো হচ্ছে সে দেশের সরকারের মদতে। তাঁর আরও অভিযোগ, দক্ষিণ আফ্রিকার সরকার এমন একটি ভূমি বাজেয়াপ্তকরণ আইন এনেছে, যাতে ক্ষতিপূরণ ছাড়াই ‘জাতিগত সংখ্যালঘু আফ্রিকানদের কৃষিসম্পত্তি বাজেয়াপ্ত’ করা যাবে। তবে শ্বেতাঙ্গ কৃষকদের উপর হামলা চালানোর কথা অস্বীকার করেছে দক্ষিণ আফ্রিকার সরকার। তাদের দাবি, নতুন ভূমি আইন নিয়ে ট্রাম্প প্রশাসন মিথ্যা ও বিকৃত তথ্য ছড়াচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার ৬ কোটি ২০ লাখ জনসংখ্যার প্রায় ৭ শতাংশ শ্বেতাঙ্গ।