
ওঙ্কার ডেস্ক:তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, বৃষ্টি থামার বিন্দু মাত্র লক্ষণ নেই। ভারী বর্ষণে জলমগ্ন তামিলনাডুর বিস্তীর্ণ অঞ্চল। ঘূর্ণিঝড় ফেনজল এর প্রভাব স্থিতিশীল হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে, কিন্তু ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্থ তামিলনাডু ও পদুচেরির বিস্তীর্ণ অঞ্চল। সোমবার সন্ধ্যায় ভারী বর্ষণের কারনে তিরুভান্নামালাইয়ে ধস নেমে গুড়িয়ে যায় একটি বাড়ি। শিশু সহ সাত জন পরিবারের সদস্য আটকে পড়েন। মঙ্গলবার চার জন সদস্যের দেহ উদ্ধার করা হয়েছে, বাকি দেহ উদ্ধারের কাজ চলছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধর্মপুরী, ভেলোর, রানিপেট আরও বিভিন্ন এলাকা ফেনজল এর কারনে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে, এলাকাগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সেনারা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন ক্রমাগত । সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাডুর বিস্তীর্ণ এলাকায় এখনও পর্যন্ত সচল হয়নি পরিষেবা বন্ধ রয়েছে স্কুল ও কলেজ।