
ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আর্থিক তছরুপ ও জমি দখলের অভিযোগ রয়েছে। হাসিনার আর্থিক তছরুপের ঘটনায় তাঁর বোনঝি টিউলিপ সিদ্দিকও জড়িত বলে অভিযোগ উঠেছে। সেই আবহে এবার ব্রিটেনের ব্রিটেনের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন টিউলিপ। মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর অফিস।
চিঠিতে বছর বিয়াল্লিশের টিউলিপ লিখেছেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনি আমার ওপর যে আস্থা দেখিয়েছেন, সে জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার অনুরোধে সাড়া দিয়ে মন্ত্রিত্বের মানদণ্ডবিষয়ক আপনার স্বাধীন উপদেষ্টা যে দ্রুততা ও পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করেছেন এবং আমার বর্তমান ও অতীতের অর্থনৈতিক কর্মকাণ্ড ও জীবনযাপনের বন্দোবস্ত নিয়ে পুরো বৃত্তান্ত তুলে ধরার সুযোগ দিয়েছেন, সে জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিক বেশ কিছুদিন ধরে ব্রিটিশ সংবাদমাধ্যমের শিরোনাম ছিলেন। তাঁকে নিয়ে চলছিল সমালোচনা। সেই আবহে ব্রিটেনের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করলেন তিনি।