
স্পোর্টস ডেস্ক :মোহনবাগান সভাপতি হয়েছেন তিনি বহু বিতর্কর পরে। কিন্তু গঙ্গাপাড়ের ক্লাবের মশিহা টুটু বসুকে আর দেখা যায় না ক্লাবে। তার কারণ হিসেবে ভাবা হচ্ছে রাজনীতি। তার ছেলে প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু আর বর্তমান সচিব দেবাশিস দত্তর গোষ্ঠী নিয়ে ক্লাব ২ ভাগ। আর সেই আক্ষেপ ঝড়ে পড়লো টুটু বসুর গলায়। এদিন টুটু বসু বললেন,’এখন মোহনবাগান ক্লাবে এ ও দলের ও ওই দলের। আগে ক্লাবে যে পরিবেশ ছিল নির্বাচন এলে এ দল ও দল তবে বাকি সময় সবাই মোহনবাগানি। সেই পরিবেশটা নষ্ট হয়েছে। যদিও মোহনবাগান সভাপতি হিসেবে এসব কথা বলা আমার উচিত নয়।’আগামী বছর মোহনবাগান ক্লাবে নির্বাচন। এখন দেখার সৃঞ্জয় বসু গোষ্ঠী কোনো মনোনয়ন দেয় কিনা! যদিও মোহনবাগান ক্লাবের কমিটিতে শাসক দল তৃণমূলের কুনাল ঘোষ সহ সভাপতি আর অরূপ বিশ্বাসের আত্মীয় থাকায় বিতর্ক কিন্তু আছেই। এদিন ১৬ বছর পর ভবানীপুর মাঠে শুরু হল কলকাতা লিগের ম্যাচ। মোহনবাগান সভাপতি তথা ভবানীপু কর্তা টুটু বসুকে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। অনির্বানের ভূয়সী প্রশংসা করেন টুটুবাবু। আর অনির্বাণ দত্ত বলেন, টুটুকাকু এবং সৃঞ্জয় বসুর সাহায্য না পেলে এই এই মাঠে খেলা দিতে পারতাম না। তাঁদের কোনও প্রশংসা যথেষ্ট নয়। এবার নিয়মিত এই ভবানীপুর মাঠে লিগের ম্যাচ হবে। ‘