
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
চলছে প্রজনন ঋতু, তাই তিন মাসের জন্য জঙ্গল প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।কিন্তু সেই আইন অমান্য করে মদ্যপ অবস্থায় গভীর জঙ্গলে প্রবেশ করে আটক যুবক – যুবতী। বেআইনি ভাবে জঙ্গলে প্রবেশ করার জন্য রবিবার বিকেলে জলপাইগুড়ি জেলার গরু মারা জাতীয় উদ্যানের পাশের নেওরা জঙ্গলের ভেতরে এক যুবক যুবতীকে আটক করা হয়েছে। ওই দুজন মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গেছে।এই বিষয়ে লাটাগুরি রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, বর্তমানে বন্য প্রাণীদের প্রজননের সময়, তাই তিন মাস জঙ্গল সর্ব সাধারণের প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে ,কিন্তু সেই
আইন অমান্য করে রবিবার দুজন মোটর সাইকেল নিয়ে মদ্যপ অবস্থায় প্রবেশ করে। তাদের আটক করা হয়েছে।
এই প্রথম অপরাধ করায় ধৃতদের জরিমানা এবং সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
পাশাপাশি এমন অভিযান লাগাতার চলবে বলেও জানান তিনি।