
সোমনাথ মুখোপাধ্যায়ঃ জন্মতারিখের প্রমাণ হিসেবে আর আধার কার্ড গ্রাহ্য হবে না। এক নির্দেশিকায় একথা জানিয়ে দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া ওরফে UIDAI । কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক তরফে জানানো হয়েছে, আধার নম্বরকে কোনও ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে। কিন্তু তা কোনওভাবেই জন্ম তারিখের প্রামাণ্য নথি নয়।
জন্ম তারিখের নথি হিসেবে আধারের নথি দেওয়ার যে বাধ্যবাধকতা ছিল,তা এবার বন্ধ হতে চলেছে। প্রসঙ্গত, সম্প্রতি শ্রম মন্ত্রকের তরফে এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সেখানে পিএফ সংক্রান্ত নথি জমা দিতে গিয়ে সরকারি কর্মচারীদের অনেকেই জন্মের প্রমাণ হিসেবে আধার কার্ড জমা করেন। বিষয়টিকে মান্যতাও দেয় শ্রম দফতর। তা জানতে পেরেই নড়েচড়ে বসে UIDAI, এর পরেই UIDAI শ্রম মন্ত্রক এবং পিএফ দফতরকে জানায় জন্ম তারিখের প্রমাণ তালিকা থেকে আধারকে বাদ দিতে হবে।