
সুমন্ত দাশগুপ্ত, উত্তরাখণ্ডঃ উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। যার মধ্যে বাংলার ৩ শ্রমিক রয়েছে। উদ্ধারকার্য চালাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে উদ্ধারকারী দলকে। বারবারই থমকেছে ড্রিলিংয়ের কাজ। গত ১৬ দিন ধরে টানেলে বসেই প্রহর গুনছে আটকে পরা শ্রমিকরা।
তাঁদের সুড়ঙ্গ থেকে বের করে আনতে রবিবারই নামানো হয়েছে সেনা। শুরু হয়েছে উল্লম্বভাবে পাহাড় কাটার কাজ। সোমবার সকাল পর্যন্ত পাহাড় কেটে ১৯.২ মিটার খনন কাজ হয়ে গেছে। মোট ৯০ মিটার মাটি খুঁড়তে হবে নভেম্বর ৩০ তারিখের মধ্যেই। জানা গিয়েছে, সুড়ঙ্গের মধ্যে কংক্রিটের আবর্জনা সরানোর পাশাপাশি উল্লম্বভাবে পাহাড় কেটে প্রায় ২০০ মিটার রাস্তা তৈরি করা হচ্ছে। বিকল্প পথেই খননকাজ চলছে দ্রুত গতিতে। আর ১৭০ মিটার মতো খোঁড়খুঁড়ি বাকি। তবে আবহাওয়ার কারণে ব্যাঘাত ঘটেতে পারে উদ্ধারকার্য। কারণ উত্তরাখণ্ডে তুমুল বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
রবিবার সকালেই হায়দরাবাদ থেকে নিয়ে আসা হয়েছে নতুন খনন যন্ত্র প্লাজমা কাটার। ডিআরডিও-র অভিজ্ঞ ইঞ্জিনিয়াররাও এসে পৌঁছেছেন ঘটনাস্থলে। জানা গেছে, প্লাজমা কাটারের সাহায্যে সুড়ঙ্গ থেকে অগার মেশিনের ভাঙা অংশগুলো অনেকটাই বের করে ফেলা হয়েছে। আর ৮.১৫ মিটার খুঁড়ে কংক্রিটের আবর্জনা বের করা হবে।
পাশাপাশি উল্লম্বভাবে পাহাড় কেটে যে বিকল্প পথ তৈরি হচ্ছে তার খনন কাজ এদিন সকাল থেকেই ফের শুরু হয়েছে। তবে তাতে কত সময় লাগবে সেটা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না উদ্ধারকারীরা। আরও ১০-১২ দিন মতো সময় লাগতে পারে বলে মনে করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের বিশেষ দল।