
নিজস্ব প্রতিনিধিঃ অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নিল মণিপুরের প্রধান বিচ্ছিন্নতাবাদী সংগঠন United National Liberation Front ওরফে UNLF। বুধবার দিল্লিতে শান্তি চুক্তি সই করেছেন এই বিচ্ছিন্নবাদী সংগঠনের সদস্যরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে ইউএনএলএফের শান্তি চুক্তির খবর প্রকাশ করেন। অস্ত্র ফেলে দিচ্ছেন সংগঠনের সদস্যরা, সেই ভিডিও প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রথম মণিপুরের কোনও সশস্ত্র গোষ্ঠী হিংসার পথ পরিত্যাগ করে মূলস্রোতে ফিরে এল। সেই সঙ্গে তাঁরা সম্মত হয়েছে দেশের সংবিধান এবং আইনকে সম্মান জানাতে। শান্তি চুক্তি শুধু UNLF-এর সঙ্গে নিরাপত্তা বাহিনীর শত্রুতার অবসান ঘটবে না, দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হল বলেও মনে করছে সিংহভাগ রাজনৈতিক মহল। প্রসঙ্গত, প্রায় ৬০ বছর ধরে সার্বভৌম মণিপুরের দাবিতে আন্দোলন চালিয়েছে United National Liberation Front