
ওয়েব ডেস্ক: একদিকে লস অ্যাঞ্জলসের ভয়াবহ দাবানল বেশ কিছুদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের শিরঃপীড়ার কারণ। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণে চলছে ভয়াবহ তুষারঝড়। সূত্রের খবর, তুষারঝড়ে পথ দুর্ঘটনার জেরে ইতিমধ্যে অন্তত ১২জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাতজন টেক্সাসের বাসিন্দা বলে জানা গিয়েছে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ফ্লোরিডার। এছাড়া এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে টেক্সাস, লুইসিয়ানা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা, উত্তর ক্যারোলিনা, ভার্জিনিয়া-সহ নানা এলাকায়। সংশ্লিষ্ট হাইওয়েগুলি বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিমানবন্দরগুলি।
মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরে নিউইয়র্কেও ভয়াবহ তুষারঝড়ের জেরে নিউইয়র্কের গভর্নর জরুরি অবস্থা জারি করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্রের খবর, ১৯৫৪ সালের পরে ২০২৫ সালের ভয়াবহ এই তুষারঝড় রেকর্ড সৃষ্টিকারী। চলতি সপ্তাহের শেষাশেষি পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনের কোনও আশা নেই। প্রসঙ্গত, গত দুসপ্তাহ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে এই তুষারঝড় চলছে লাগাতারভাবে। আরও জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণে ভয়াবহ তুষারঝড়ের ফলে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ বিলিয়ন ডলার থেকে ১৭ বিলিয়ন ডলারের কাছাকাছি। উল্লেখ্য, ফ্লোরিডায় তুষারপাত রেকর্ড পরিমাণে হয়েছে। ১০ ইঞ্চি। এছাড়া লুইসিয়ানায় ৯ ইঞ্চি, জর্জিয়ায় ৮ ইঞ্চি, মিসিসিপিতে ৯ ইঞ্চি, দক্ষিণ ক্যারোলিনায় ৬.৮ ইঞ্চি, উত্তর ক্যারোলিনায় ৯ ইঞ্চি তুষারপাত।