
স্পোর্টস ডেস্ক :টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ খেলতে গিয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। ১ ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজে হেরে গেলেন নাজমুল হোসেন শান্ত, শাকিব আল-হাসানরা। বৃহস্পতিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে ৬ রানে হেরে গেল বাংলাদেশ। ১৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩৮ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে দুর্বল দলগুলির অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র। এই দলের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬ রানে হেরে গেল বাংলাদেশ। ফলে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ফল নিয়ে উদ্বেগে সমর্থকরা।