
ওঙ্কার ডেস্ক: দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ভারত-সহ বিশ্বের একাধিক দেশকে আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছেন। যা নিয়ে চলছে চর্চা। এবার এই আবহে হামাসকে ইউএসএইড-এর মাধ্যমে গোপনে সাহায্য করার অভিযোগ উঠল। যদিও সেটা পূর্বের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকাকালীন সময়ে হয়েছে বলে অভিযোগ।
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের কমিটির বৈঠকে অভিযোগ ওঠে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে গোপনে সমর্থন করছে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইউএসএইড। বাইডেন জমানায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলার সময় থেকেই এই অনুদান দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ, জো বাইডেনের আমলে গত দেড় বছরে ২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ পাঠানো হয়েছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে। ভারতীয় মুদ্রায় যে অর্থের পরিমাণ প্রায় ১৭ হাজার কোটি টাকা।
দাবি করা হয়েছে, শুধু হামাসকেই আর্থিক অনুদান নয়, বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীকেও পরোক্ষে মদত দিয়েছে ইউএসএআইডি। পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার একটি শাখাও ইউএসএআইডি-র সাহায্যে উপকৃত হয়েছে। দীর্ঘ দিন ধরে ইউএসএআইডি-র মাধ্যমে একাধিক জঙ্গি গোষ্ঠীকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে বলে অভিযোগ। হেল্পিং হ্যান্ড ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট (এইচএইচআরডি)-নামেমিশিগানের একটি সংস্থার মাধ্যমে জঙ্গি গোষ্ঠী এফআইএফ-এর কাছেও অর্থসাহায্য পাঠানো হয়েছে বলে অভিযোগ।