
নিজস্ব প্রতিনিধিঃ উত্তর প্রদেশের আরও এক ঐতিহাসিক শহরের নাম বদল! এবার ফিরোজাবাদের নাম বদলের প্রস্তাব পাশ হল পুরনিগমের বৈঠকে। জানা গিয়েছে, প্রাচীন এই শহরটির নতুন নাম হবে চন্দ্রনগর। ফিরোজাবাদের মেয়র কামিনী রাঠোরের দাবি, সব কাউন্সিলার এই প্রস্তাবে সায় দিয়েছেন। নিয়ম অনুযায়ী, পুরনিগমের প্রস্তাব এবার রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই জানিয়েছেন, প্রস্তাব এলে বিবেচনা করা হবে। বিজেপি সূত্রে খবর, লোকসভা ভোটের আগে যোগী আদিত্যনাথের সরকার বেশ কয়েকটি শহর, জেলার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। আলিগড়ের নাম বদলের প্রস্তাব পাশ করা হয়েছে। আলিগড়ের বদলে নাম রাখা হচ্ছে হরিগড়। ধর্মীয় মেরুকরণ অস্ত্রে শান দিতেই এমন পরিকল্পনা বলে মনে করছে রাজনৈতিক মহলের সিংহ ভাগ।