
ওঙ্কার ডেস্ক: হিমবাহ ভেঙে পড়ে বিপর্যয় উত্তরাখণ্ডে। শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ ধামের কাছে হিমবাহ ভেঙে পড়ায় আটকে পড়েন ৫৭ জন শ্রমিক৷ আটকে পড়া শ্রমিকদের মধ্যে এখনও পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৪১ জনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গিয়েছে, ভারী তুষারপাতের কারণে এই ঘটনা ঘটেছে৷ আটকে পড়া শ্রমিকরা বর্ডার রোডস অর্গানাইজেশন ঠিকাদারের অধীনে কর্মরত ছিলেন। কাজ করার সময় আচমকা ধস নেমে চাপা পড়ে যান তাঁরা। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে হাত লাগিয়েছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, বর্ডার রোডস অর্গানাইজেশনের সদস্যরাও। বিপর্যয়ের মধ্যে পড়া শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে তিন থেকে চারটি অ্যাম্বুলেন্স।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি হিমবাহ ভেঙে শ্রমিকদের চাপা পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন৷ তিনি সকল শ্রমিকদের নিরাপত্তার জন্য ভগবান বদ্রীনাথের কাছে প্রার্থনা জানিয়েছেন। উল্লেখ্য, উত্তরের পাহাড়ি রাজ্যগুলিতে বেশ কয়েকদিন ধরে চলছে ভারী তুষারপাত৷ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর বরফে ঢেকেছে৷