
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কারঃ ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরাখণ্ডে। যার জেরে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে চারধাম যাত্রা। উত্তরাখণ্ড রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবিবার বন্ধ থাকবে চারধাম যাত্রা। পুণ্যার্থীরা যে যেখানে আছেন, সেখানে থাকার অনুরোধ করেছে প্রশাসন।
শনিবার রাতে উত্তরাখণ্ড রাজ্য প্রশাসন একটি নির্দেশিকা জারি করেছে, যে নির্দেশিকায় বলা হয়েছে, রবিবার সারা দিন এগোতে পারবেন না পুণ্যার্থীরা। যে যেখানে আছেন, যত দূর পর্যন্ত গিয়েছেন, সেখানেই দাঁড়িয়ে যেতে হবে। আবহাওয়া পরিষ্কার না হলে এগোনোর অনুমতি দেবে না প্রশাসন। উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় মৌসম ভবন। পূর্বাভাস অনুযায়ী, কুমায়ুন, পাউরি, চামোলি, রুদ্রপ্রয়াগে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দেরাদুন, হরিদ্বার, তেহরির মতো জেলায় রয়েছে কমলা সতর্কতা।
পাহাড়ি রাস্তায় ধসের সম্ভাবনা রয়েছে। ধসের কারণে পুণ্যার্থীদের ঋষিকেশের পরে আর না এগোনোর কথা বলা হয়েছে। নদীগুলির জলও বাড়তে শুরু করেছে। প্রসঙ্গত, এবছর ১০ মে থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। চলবে নভেম্বর পর্যন্ত।