
ওঙ্কার ডেস্ক : উত্তরাখণ্ডের উত্তরকাশীতে বৃহস্পতিবার সকালে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী হেলিকপ্টার। গাঙ্গত্রী যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল- উত্তরকাশীর গঙ্গানি। ওই হেলিকপ্টারে মোট ৭ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় ৫ জন যাত্রীর, আহত হন ২ জন। তবে, এই দুর্ঘটনার কারণ কি তা এখনও স্পষ্ট জানা যায়নি।
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌছায় উদ্ধারকারি দল। ঘটনাস্থলে পৌঁছোয় স্থানীয় পুলিশ ও এসডিআরএফ। এই খবর পাওয়া পর্যন্ত মৃতদের উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। তবে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানান, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। মৃতদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই’।
চার ধাম যাত্রার উদ্দেশ্যে অনেক যাত্রীই হেলিকপ্টারের সাহায্য নিয়ে গন্তব্যে পৌছায়। বেসরকারি সংস্থা থেকে হেলিকপ্টারের পরিষেবা দেওয়া হয়। ঠিক সেরকমই পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা দিয়েছিল অভিশপ্ত হেলিকপ্টারটি, মাঝ পথে এই বিপর্যয়।