
বিক্রমাদিত্য বিশ্বাস, উত্তর দিনাজপুরঃ দূর্ঘটনা গ্রস্থ গাড়ির ডিকি থেকে উদ্ধার প্রায় ১৫ লক্ষ টাকার অবৈধ কাপ সিরাপ ফেনসিডিল। বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শিয়ালতোর এলাকায় জাতীয় সড়কের ঘ্টনা। গাড়িটিকে আটক করেছে পুলিশ।
জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে গিয়ে ধাক্কা মারে শিলিগুড়ি গামী একটি ছোটো গাড়ি। দূর্ঘটনা গ্রস্থ গাড়ির ডিকি থেকে সাদা বস্তায় প্যাকিং করা বেশ কয়েকটি কার্টুন রাস্তার উপর পড়ে যায়। গাড়িতে থাকা দুই তিন জন ব্যক্তি গাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনা টি ঘটেছে বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শিয়ালতোর এলাকায়। খবর পেয়ে ঘটনা স্থলে আসে পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়ির কার্টুন থেকে উদ্ধার হয় অবৈধ কাপ সিরাপ। গাড়িটিকে আটক করেছে ইসলাম পুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, প্রায় ১৫ লক্ষ টাকার অবৈধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে। স্হানীয়দের অভিযোগ ইসলামপুর বাইপাস যেন পাচারকারিদের স্বর্গরাজ্য পরিণত হয়েছে।
উল্লেখ্য, বুধবার উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পাচার হবার আগে পুলিশের জালে ধরা পরে দুই পাচারকারী। বৃহস্পতিবার ভোরে ৫০০০ ফেনসিডিল সহ দুজনকে গ্রেফতার করে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার পুলিশ। ৫০০০ ফেনসিডিলের বাজার মূল্য ২০ লক্ষ টাকার বেশী। ঠিক তাঁর ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা এলাকা থেকে উদ্ধার হল প্রায় ১৫ লক্ষ টাকার অবৈধ কাপ সিরাপ ফেনসিডিল।