
নিজস্ব প্রতিনিধিঃ অবশেষ ১৭ দিনের মাথায় উজ্জ্বল উদ্ধার। মঙ্গলবার রাত আটটার পর শেষ মুহূর্তের ঝড়ো তৎপরতায় উদ্ধার হলেন আটকে পড়া ৪১ জন শ্রমিক। যন্ত্র খনক আটকে যাবার পর ২৪ জন খনি শ্রমিকের তৎপরতায় এই উদ্ধারকার্য সম্ভব হলো। শ্রমিকদের উদ্ধার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে স্বস্তির ঝড় । চার দাম রাস্তা তৈরি করতে গিয়ে গত ১২ নভেম্বর দীপাবলীর দিন ধস নেমে সুরঙ্গে আটকে পড়েছিল এই 41 শ্রমিক। অবশেষে ৪০০ ঘন্টা লড়াইয়ের পরে শ্রমিকরা বাইরে এলেন। সুরঙ্গের বাইরে আসার সঙ্গে সঙ্গে, অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাস্থল জুড়ে তখন অকাল দীপাবলি। শ্রমিকদের উদ্ভব হওয়ার আনন্দে চলছে মিষ্টি বিতরণ । পুড়ছে আতশবাজি।