
নিজেস্ব প্রতিনিধিঃ যোগী রাজ্য উত্তরপ্রদেশে পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্রও ফাঁস হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর আরও-এআরও পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে। অভিযোগের তদন্তে নেমে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ।
পরীক্ষা শুরুর অন্তত ৮ দিন আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে খবর। মধ্যপ্রদেশের জানা গেছে, দু’রকমভাবে এই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, প্রিন্টিং প্রেস থেকে ফাঁস হয়েছে প্রশ্নপত্র। মধ্যপ্রদেশের ভোপালের এক প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র ছাপা হয়েছিল। সেই প্রিন্টিং প্রেসের এক কর্মী সুনীল রঘুবংশীকে গ্রেফতার করেছে এসটিএফ। গ্রেফতার করা হয়েছে সুভাষ প্রকাশ, বিশাল দুবে, সন্দীপ পাণ্ডে, অমরজিৎ শর্মা এবং বিবেক উপাধ্যায় নামে আরও পাঁচ জনকে। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন পাওয়া গিয়েছে।