
নিজস্ব প্রতিনিধিঃ উত্তর প্রদেশ কংগ্রেস কমিটিতে মহিলাদের সংখ্যা অত্যন্ত অল্পহওয়ায় সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেসের নেতৃত্ব। উল্লেখ্য উত্তরপ্রদেশে নির্বাচনের আগে বিধানসভায় অন্তত ৪০ শতাংশ মহিলা প্রার্থীকে টিকিট দেয়ার কথা ঘোষণা করেছিলেন রাহুল প্রিয়াঙ্কারা। প্রিয়াঙ্কার লঞ্চ করা পোস্টারের স্লোগান ছিল লাড়কি হু,লড় শক্ তি হুঁ। কিন্তু সদ্য গঠিত উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস কমিটিতে ১৩০ জনের মধ্যে মহিলা মুখ মাত্র পাঁচ জন। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে বিশেষত প্রদেশ কংগ্রেসের মহিলা ব্রিগেডের মধ্যে গুঞ্জন, কেউ কথা রাখেনি।