
প্রতিনিধি, নেপালঃ ভয়াবহ দুর্ঘটনা প্রতিবেশী রাষ্ট্র নেপালে। মারশিয়াংড়ি নদীতে পড়ল যাত্রীবাহী বাস। জানা গিয়েছে, ৪০ জন যাত্রী ছিলেন ওই বাসে। মৃত্যু কমপক্ষে ১৪ জন যাত্রীর। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। বাকিদের খোঁজ চলছে। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে তনহুঁ জেলায়। আহত এবং নিহত সকলেই ভারতীয় বলে খবর।
পোখরা থেকে কাঠমাণ্ডু যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মারশিয়াংড়ি নদীতে পড়ল যাত্রীবাহী বাস। নেপাল পুলিশ সূত্রে খবর, ওই বাসে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জন যাত্রীর। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। বাকিদের খোঁজ চলছে। তনহুঁ জেলার ডিএসপি দীপকুমার রায়া জানান, বাসটিতে উত্তরপ্রদেশের নম্বর প্লেট রয়েছে। ইতিমধ্যেই নেপালের সেনা ও পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে। জানা গিয়েছে, পোখরার মাঝেরি রিসর্টে ছিলেন ওই বাসে থাকা ভারতীয় যাত্রীরা। শুক্রবার তাঁরা কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথেই ঘটে বিপত্তি। তবে বাসটি কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়।