
ওঙ্কার বাংলাঃ প্রবল ঝড়-বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় তারসালি এলাকায় ধস। ধসের নীচে চাপা পড়ল গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৫ তীর্থযাত্রীর। তীর্থযাত্রী বোঝাই গাড়ি কেদারনাথে যাচ্ছিল বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। ধ্বংসস্তূপ সরিয়ে গাড়িটিকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দল। ধসের ফলে, গুপ্তকাশী-গৌরীকুণ্ডের হাইওয়ে দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত, ১৪ আগস্ট পর্যন্ত উত্তরাখণ্ডেরএকাধিক জেলায় লাল এবং কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। প্রবল বৃষ্টিতে গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় বেহাল অবস্থা।