
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লিঃ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রাজ্যে উপাচার্য নিয়োগে জট কাটাতে চলেছে অবশেষে। সার্চ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। সেইসঙ্গে গোটা প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা বলে দিল সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতের রায়ে খুশি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গণতন্ত্রের জয় হয়েছে, উল্লেখ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি।
উল্লেখ্য, সার্চ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করাকে কেন্দ্র করে বিবাদ তৈরি হয়েছিল রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে। মমলা গড়ায় আদালতে। সোমবার সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে তিন সদস্যের সার্চ কমিটি গঠনের নির্দেশ দেয়। কমিটির চেয়ারম্যান হিসাবে অবসরপ্রাপ্ত বিচারপতি ইউইউ ললিত রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের জন্য কমিটি গঠন করতে পারেন। কমিটিতে প্রয়োজনে আরও চার বিশেষজ্ঞকে রাখতে পারেন চেয়ারম্যান। শীর্ষ আদালতের নির্দেশ, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য তিনটি করে নাম বাছাই করবে সার্চ কমিটি। সেই তিনটি নাম তাঁরা মুখ্যমন্ত্রীকে পাঠাবে। মুখ্যমন্ত্রী ওই তিনটি নামের মধ্যে থেকে একটি নাম বাছবেন। সেই নাম তিনি রাজভবনে পাঠাবেন। তাঁকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করবেন রাজ্যপাল।