
স্পোর্টস ডেস্ক :প্যারিস অলিম্পিক্সের মঞ্চে ফের ইতিহাস ভারতের । এবার কুস্তিতে নজির গড়লেন ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট।প্রথম রাউন্ডে যদিও পিছিয়ে পড়েন ভিনেশ। কিন্তু দুরন্ত লড়াই করে ফিরে আসেন তিনি। শেষ চার সেকেন্ডে অনবদ্য লড়াই করেন এই ভারতীয় তারকা। আর সেই সুবাদেই টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী জাপানের প্রতিপক্ষ সুসাকি উইয়েকে হারালেন ভিনেশ ফোগাট। সেইসঙ্গে, পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে।