
স্পোর্টস ডেস্ক :ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য বিরাট ধাক্কা। ফাইনাল ম্যাচের আগে বিপদে ভিনেশ ফোগাট। ২ কেজি ওজন বেশি থাকায় তাঁর ফাইনাল ম্যাচে নামা অনিশ্চিত, সম্ভবত পদক হাতছাড়া হতে চলেছে তারকা কুস্তিগিরের। এমনটাই জানা যাচ্ছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে। সারা রাত ধরে দলের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, আজ সকালে তার ওজন ৫০ কেজির বেশি হয়েছে।ওজন বেশি থাকার কারণে সোনার পদকের ম্যাচের আগে ‘অযোগ্য’ ঘোষিত ভিনেশ ফোগত ৷ বুধবার রাতে লড়তে পারবেন না সোনার পদকের জন্য ৷ মিলবে না কোনও পদক ৷নিয়ম অনুযায়ী, অ্যাথলিটদের ইভেন্টের দুই দিনই একই ওজন থাকতে হয়। সূত্র মারফত জানা গিয়েছে, ১০০ গ্রাম ওজন বেড়ে গিয়েছে। যে কারণে তাঁকে অলিম্পিক থেকে ছেঁটে ফেলা হল।