
স্পোর্টস ডেস্ক :হতাশা এতটাই, পদক হাতছাড়া হতেই গেমস ভিলেজেই অবসরের কথা ঘোষণা করে দেন কুস্তিগির ভিনেশ ফোগাট। কিন্তু মন শান্ত হতে নিজেও বিশ্বাস করেন, ২০২৪-এ নয়, ২০৩২ পর্যন্তই খেলতে পারতেন তিনি। পদক না জিতেও, হৃদয় জিতেছেন ভিনেশ। সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁর দীর্ঘ লড়াইয়ের স্মৃতির কথা লিখেই। দীর্ঘ বার্তায় তিনি লিখেছেন, ‘আমি ২০৩২ সালের অলিম্পিকেও অংশ নিতে পারতাম, কারণ আমার মধ্যে লড়াই আর কুস্তি সবসময় থাকবে। আমি ভবিষ্যৎ বলতে পারি না। আমি জানি না যে আমার জন্য ভবিষ্যতে কী আছে বা এই যাত্রায় আমার জন্য কী অপেক্ষা করছে।’ বড় হয়ে ওঠার কথাও লিখেছেন তাতে। তিনি লেখেন, ‘জীবনযুদ্ধে অনেক কিছু শিখেছি। মায়ের পরিশ্রম, লড়াকু মনোভাব আমাকে আজকের ভিনেশ গড়েছে। তিনি শিখিয়েছেন, কীভাবে নিজেরটা ছিনিয়ে নিতে হয়, যখনই সাহসের কথা ওঠে, তখনই আমার তাঁর কথা মনে পড়ে। সেটাই প্রতিটা লড়াইয়ে আমাকে সাহায্য করে।’ এছাড়াও অসংখ্য গল্পও শেয়ার করেন তিনি। পাশাপাশি আইওএ’র নিযুক্ত চিফ মেডিকেল অফিসার দীনশ পাদিওয়ালা সহ তার সাপোর্ট স্টাফদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।