
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ শিল্পী ছবি আঁকছেন। তাঁর ভাবনা চিন্তা, ভালোলাগার মুহুর্তগুলি ফুটিয়ে তুলছেন ক্যানভাসে। না! এই শিল্পী কোনও নামিদামি শিল্পী নয়, সে এক একরত্তি শিল্পী। আর তাঁর ক্যানভাস হল, তাঁর বাবা। মাথা থেকে পেট, সর্বত্র রঙিন আঁকিবুকি কাটছে। সম্প্রতি এমন দুষ্টু একরত্তি শিশুকন্যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে বেশ উপভোগ করছেন নেটাগরিকরা!
ভাইরাল ভিডিও তে দেখা গিয়েছে, মনের আনন্দে ছবি আঁকছে খুদে। বাবার সারা শরীর করে তুলেছে রঙিন, বাদ যায়নি মুখমন্ডল। আর খুদের বাবা মোবাইলে আপন মনে কাজও করছেন। খুদে শিল্পীর এই ভিডিও পোস্ট হয়েছে X Platform এ। পোষ্ট করেছেন ফিগেন নামের জনৈক ব্যক্তি। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়।