
স্পোর্টস ডেস্ক :হাফ ডজন হারের পর টানা চার জয়। প্লে অফের লড়াইয়ে টিকে থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বৃহস্পতিবার ধর্মশালায় ৬০ রানে পাঞ্জাব কিংসকে হারায় ডু”প্লেসিরা। ১২ ম্যাচে ১০ পয়েন্ট আরসিবির। বাকি দুই ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছবে কোহলিরা। বেশ কয়েকটা দল এই পয়েন্টে পৌঁছতে পারে। তাই রানরেট বাড়াতে বাকি দুটো ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে বেঙ্গালুরুকে। শেষ দুটো ম্যাচ ঘরের মাঠে হওয়ায় আরসিবির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে তাকিয়ে থাকতে হবে বাকিদের রেজাল্টের দিকেও। এদিন দলকে প্লে অফের লড়াইয়ে টিকিয়ে রাখলেন বিরাট কোহলি। ধর্মশালায় তাঁর ধারাবাহিকতা অব্যাহত থাকল। আরও একটি দারুণ ইনিংস খেলেন। একটুর জন্য হাতছাড়া হয় শতরান। মুম্বই ইন্ডিয়ান্সের পর দ্বিতীয় দল হিসেবে ছিটকে গেল পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ২৪১ রান করে আরসিবি। জবাবে ১৭ ওভারে ১৮১ রানে শেষ পাঞ্জাবের ইনিংস। আইপিএলের ইতিহাসে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নজির ছিল পাঞ্জাবের। কিন্তু এদিন তার পুনরাবৃত্তি হল না। বরং বড় ব্যবধানে জিতে নিজেদের রানরেট কিছুটা বাড়িয়ে নিল আরসিবি।