
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী ২৬ ডিসেম্বর টেস্ট সিরিজের যাত্রা শুরু করছে ভারতীয় দল। তবে তার আগে চাপ বাড়লো টিম ইন্ডিয়ার কারণ জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন বিরাট কোহলি।তবে ২৬ তারিখের আগে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেবেন কোহলি। বিসিসিআই সূত্র মারফত তাই খবর পাওয়া যাচ্ছে। বিশ্বকাপের পর টি-২০ সিরিজে খেলবেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন। তবে এ বার টেস্টের ময়দানে কোহলির ব্যাটের ঝলক দেখার আশায় মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তার আগেই আশঙ্কার মেঘ ভারতীয় শিবিরে। বিরাট যদি একান্তই না ফেরেন তবে খুব স্বাভাবিকভাবেই চাপ বাড়বে ভারতীয় শিবিরে। বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা অন্তঃসত্ত্বা। তবে কি অনুষ্কার কারণেই হঠাৎ দেশে ফিরতে হল বিরাটকে।বিরাট কোহলি ৩ দিন আগেই লন্ডন থেকে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছিলেন। সেকারণে তিনি টিম ইন্ডিয়ার ইন্ট্রা-স্কোয়াডে অংশগ্রহণ করতে পারেননি। মুম্বই থেকে সরাসরি তিনি দক্ষিণ আফ্রিকায় যান।দক্ষিণ আফ্রিকায় অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড খুব খারাপ, তাই ব্যাটিংয়ের দায়িত্ব থাকবে বিরাটের কাছে। বিরাট দক্ষিণ আফ্রিকায় ৫১-র বেশি গড়ে ৭১৯ রান করেছেন, যার মধ্যে দুটি সেঞ্চুরি রয়েছে। এখনও অবধি প্রোটিয়াদের দেশে টেস্ট সিরিজ জেতেনি ভারত। এবারে সেরা সুযোগ তার আগে বিরাটকে চিন্তা বাড়লো টিম ইন্ডিয়ার।