
স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ড সিরিজ শুরুর আগে ভারতীয় দলে বড়ো ধাক্কা। প্রথম দুই টেস্ট থেকে নাম তুললেন বিরাট কোহলি। ব্যক্তিগত কারণেই বিরাট প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা। হয়তো সেই কারণেই তিনি ভারতীয় টিম থেকে ছুটি নিয়েছেন। বিসিসিআই যে বিবৃতি জারি করেছে, তাতে এই খবর জানানোর পাশাপাশি বিরাটের ব্যক্তিগত সিদ্ধান্তকেও সম্মান জানিয়েছে। যার পর মোটামুটি পরিষ্কার, এই সময়ই আবার বাবা হবেন বিরাট। ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, ‘ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট খেলবেন না বিরাট কোহলি। ক্যাপ্টেন রোহিত শর্মা আর টিম ম্যানেজমেন্টকে এ ব্যাপারে জানিয়েছেন তিনি। বিসিসিআই বিরাটের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আঙ্গিকে এই সিরিজ দুটো টিমের কাছেই খুব গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবলের দুইয়ে রয়েছে রোহিত শর্মার টিম। সেখান থেকে একে উঠতে গেলে এই সিরিজ জিততেই হবে ভারতকে। ইংল্যান্ড রয়েছে সাতে। অনেক দিন ভারতের মাটিতে ৫ টেস্টের সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড। ২৫ জানুয়ারি হায়দরাবাদ টেস্ট দিয়ে সিরিজ শুরু।