
স্পোর্টস ডেস্ক :—-বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে নিজের ৭৯ তম আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। একইসঙ্গে সচিন তেন্ডুলকারের দ্রুততম আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রানের রেকর্ডও ভাঙলেন কিং কোহলি।৫৬৬টি ইনিংসে কোহলির সংগ্রহ ছিল ২৫৯২৩ রান। ২৬ হাজার রান পূর্ণ করতে তাঁর প্রয়োজন ছিল ৭৭ রান। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন কোহলি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে মোট রানের বিচারে এখনও শীর্ষেই রয়েছেন সচিন। ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪,৩৫৭ রান। তবে বিরাটও এগিয়ে যাচ্ছেন। বিরাট এদিন ৯৭ বলে ১০৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ৪টি ছয় মারেন। শ্রেয়াস আইয়ার এই ম্যাচে খুব বেশি রান করতে পারেননি। তিনি ২৫ বলে মাত্র ১৯ রান করে আউট হন। কেএল রাহুল ৩৪ বলে অপরাজিত ৩৪ রান করেন। ৪১.৩ ওভারে ৩ উইকেটে ২৬১ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় ভারত। মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট শিকার করেন। হাসান মাহমুদ ১টি উইকেট পান। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান বিরাট কোহলি।