
স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি ভারতকে জিতিয়ে নিজের ৪৮ তম সেঞ্চুরি পূর্ণ করেন। তবে কাজটা সহজ ছিল না।৯০ রান করার পর বিরাট নিজের ইনিংস কিছুটা স্লো করে দেন। তাঁকে সাহায্য করেন কেএল রাহুলও। তিনি শর্ট রান না নিয়ে বিরাটকে স্ট্রাইক রাখতে দেন। পরে জানান, যাতে বিরাট সেঞ্চুরি করতে পারেন সেই জন্য তিনি এটা করেছেন। বিরাট শেষ বলে ছয় মেরে দলকে জেতান ও নিজে সেঞ্চুরি করেন।আর বিরাটের এই ভূমিকায় ক্ষুব্ধ তার টেস্ট দলের সতীর্থ চেতেশ্বর পূজারা। এদিন পূজারা জানান,চাইছিলাম বিরাট সেঞ্চুরি করুক, তবে তোমাকে মনে রাখতে হবে ম্যাচটা দ্রুত শেষ করতেও হবে। নেট রান রেটকে উপরের দিকে রাখতে হবে। যখন তোমাকে নেট রান রেটের জন্য লড়াই করতে হচ্ছে, তখন পিছনে ফিরে তাকানোর কোনও দরকার নেই।’বিরাট কোহলিসহ দলের বাকি সদস্যরা ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে নজর না দিয়ে দলের দিকে নজর দিক। কারণ ব্যক্তিগত সাফল্যের জন্য যেন দলকে খেসারত দিতে না হয়। বলেন, ‘আমি মনে করি এটা সম্মিলিত সিদ্ধান্ত, হতে পারে এটার জন্য কিছুটা ত্যাগ করতে হবে। তবে দলের দিকে দেখতে হবে। দলকে আগে রাখতে হবে, আমি সবসময় এভাবেই দেখি। মাইলস্টোন ভালো তবে দলের বিনিময়ে নয়। কিছু প্লেয়ার মনে করেন সেঞ্চুরি পেলে পরের ম্যাচে সুবিধা হবে। পুরোটাই মানসিকতার উপর নির্ভর করে।’