
স্পোর্টস ডেস্ক :ইডেনে ভুল আম্পায়ারিং শিকার বিরাট কোহলি।ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কোনও বল পিচে পড়ার আগে যদি ব্যাটারের কোমরের উপরে থাকে, তাহলে নো বল হয়। রবিবার বোধহয় এই নিয়মের কথা মাথায় ছিল না আম্পায়ারদের। যে কারণে হর্ষিত রানার বল বিরাটের বুক সমান উচ্চতায় থাকার পরেও আউট দেওয়া হল। ধারাভাষ্যকাররাও বলছিলেন, পরিষ্কার নো বল। কিন্তু তৃতীয় আম্পায়ারেরও মনে হল, নো বল নয়। এভাবে আউট হওয়ার পর আম্পায়ারের দিকে তেড়ে যান বিরাট। তিনি ক্ষোভ প্রকাশ করেন। এরপর প্রচণ্ড ক্ষোভ নিয়েই মাঠ থেকে বেরিয়ে যান বিরাট। ডাগআউটের দিকে না তাকিয়েই তিনি সোজা ড্রেসিংরুমের দিকে এগিয়ে যান। সেই সময় মাটিতে ব্যাট দিয়ে আঘাত করেন। এরপর সেখানে থাকা আবর্জনা ফেলার পাত্র ধাক্কা মেরে উল্টে দেন। সেটা করতে গিয়ে গ্লাভস পড়ে যায়।কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৭ বল খেলে ১৮ রান করেন বিরাট।