
স্পোর্টস ডেস্ক :৯৫ রানে আউট সচিন তেন্ডুলকারের ৪৯ ওয়ান ডে সেঞ্চুরিকে ছোঁয়া হল না আপাতত। ৪৮ ওয়ান ডে সেঞ্চুরিতেই আটকে গেলেন বিরাট কোহলি। তবে নিউজিল্যান্ড ম্যাচে জেতালেন ভারতকে।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ২১ তম ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ভারত। এই টুর্নামেন্টে এটি ছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের পঞ্চম জয়। উল্লেখযোগ্যভাবে, এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে পয়েন্ট তালিকায় প্ৰথম স্থান দখল করল ভারতীয় দল।
এই ম্যাচে টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ড প্ৰথমেই একটি বড় ধাক্কা খায়। ডেভন কনওয়ে ০ রানে নিজের উইকেট হারান। আরেক ওপেনার উইল ইয়ংয়ের ব্যাট থেকে ২৭ বলে ১৭ রান আসে। এরপর রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেল মিলে পরিস্থিতি সামাল দেন। তারা দুজনে মিলে ১৫৯ রানের একটি দারুণ পার্টনারশিপ করেন। রাচিন ৮৭ বলে ৭৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ১টি ছয়। ড্যারিল ১২৭ বলে ১৩০ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৯টি চার এবং ৫টি ছয় মারেন।অধিনায়ক টম ল্যাথাম ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ৭ বলে মাত্র ৫ রান করে আউট হন। গ্লেন ফিলিপস ২৬ বলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মার্ক চ্যাপম্যান এবং মিচেল স্যান্টনারও বেশি রান করতে পারেননি। চ্যাপম্যান ৮ বলে ৪ রান করেন। স্যান্টনার ২ বলে ১ রান করে নিজের উইকেট হারান। শেষমেশ ৫০ ওভারে ২৭৩ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। মহম্মদ শামি বল হাতে অনবদ্য পারফরম্যান্সের প্রদর্শন করেন। তিনি ১০ ওভারে ৫৪ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন। কুলদীপ যাদব ২টি উইকেট পান। জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ ১টি করে উইকেট নিতে সক্ষম হন।
বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় ভারত
রান তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। রোহিত ৪০ বলে ৪৬ রান করেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৪টি ছয়। গিলের ব্যাট থেকে ৩১ বলে ২৬ রান আসে। শ্রেয়াস আইয়ার ২৯ বলে ৩৩ রান করতে সক্ষম হন। কেএল রাহুল ৩৫ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সূর্যকুমার যাদব দুর্ভাগ্যবশত ৪ বলে ২ রান করে রান আউট হন।
বিরাট কোহলি ১০৪ বলে ৯৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ২টি ছয়। রবীন্দ্র জাদেজা ৪৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ৪৮ ওভারে ৬ উইকেটে ২৭৪ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় ভারত।