
স্পোর্টস ডেস্ক :সবকিছু ঠিকঠাক চললে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটের সিরিজে দেখা যাবে না বিরাট কোহলিকে। শোনাযাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটের সিরিজ থেকে নাকি নাম তুলে নিয়েছেন বিরাট কোহলি। যদিও এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে সেভাবে কিছু জানানো হয়নি। তবে শোনাযাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওডিআই সিরিজে না খেলার কথা বিরাট কোহলি নিজেই বিসিসিআইকে জানিয়েছেন। আপাতত কয়েকদিনের বিরতিতেই থাকত চাইছেন এই তারকা ক্রিকেটার। আগামী সপ্তাহেই দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা হতে পারে।
কয়েকদিন আগেই শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপ। সেখানে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। বিশ্বকাপ শেষ হওয়ার পর আপাতত বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি সহ ভাতীয় দলের অন্যান্য সিনিয়র ক্রিকেটাররা। এই মুহূর্তে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছে ভারতের তরুণ ব্রিুগেড। আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দীর্ঘ সফরে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই আবার ফিরবেন ভারতীয় দলের অন্যান্য সিনিয়র সদস্যরা।