
স্পোর্টস ডেস্ক :আজ থেকে শুরু ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ। বিরাট কোহলির ভালো ফর্ম বজায় রয়েছে।। কিন্তু ব্যাট হাতে নেই কোহলির ধারাবাহিকতা। এই নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকছে। দলের কী পরিকল্পনা বিরাটকে নিয়ে এদিন ভারত অধিনায়ক রোহিত শর্মা জানালেন,এই প্রশ্নের উত্তর আগেও বহুবার দিয়েছি। বাইরে থেকে কথা ওঠে, কে কত রান করল, কটা উইকেট নিল। এসব নিয়ে আমরা ভাবিই না। বাইরে থেকে অনেকে অনেক কিছু বলতেই পারেন। তবে দলের অন্দরের বিষয়টা একেবারেই আলাদা। আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কোন প্লেয়ারের থেকে কী ভাবে সেরাটা বের করে নেওয়া যায়। ম্যাচ এবং সিরিজ জেতার দিকেই ফোকাস থাকে। এখন আমাদের কাছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজটা ফোকাস। কী ভাবে সিরিজ জেতা যায়, কাদের সুযোগ দিতে পারি, এসব নিয়েই ভাবছি।টিমে এমন কিছু প্লেয়ার রয়েছে, যাদের বলার প্রয়োজন পড়ে না। ওরা এত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এত রান করেছে, উইকেট নিয়েছে। ওদের কিছু বলার জায়গাই নেই। আমাদের ফোকাস থাকে নতুনদের দিকে। এ বারও যেমন টিমে বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছে। ওদের কী ভাবে সুযোগ, স্বাধীন ভাবে খেলার বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটের অনুভূতি দেওয়া যায়, আমাদের ফোকাস সেটাই।’