
স্পোর্টস ডেস্ক :টি২০ বিশ্বকাপে সম্ভবত বাদ পড়তে পারেন কোহলি। আসন্ন আইপিএলে (IPL 2024) দুর্দান্ত কিছু করতে পারলে তবেই সুযোগ পেতে পারেন, নচেত নয়। দলের আর এক সিনিয়র রোহিত শর্মার (Rohit Sharma) অবশ্য খেলার কথা এবং অধিনায়কত্ব করার কথা।
২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর রোহিত এবং বিরাট কেউই আন্তর্জাতিক টি২০ খেলেননি। হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নেতৃত্বের ভার দিয়ে গড়া হয় তরুণ ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপে গোড়ালির চোটে ছিটকে যান পান্ডিয়া, ফলে এ বছরের গোড়ায় আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে দলে এবং নেতৃত্বে ফেরানো হয় রোহিতকে। ফেরেন বিরাটও। সিরিজের তৃতীয় টি২০তে অনবদ্য শতরান করেন অধিনায়ক। কিন্তু দুই ম্যাচে বিরাট করেন ২৯ এবং শূন্য।
বিসিসিআইয়ের এক সূত্র বলছে, বিরাটের অ্যাঙ্কর হিসেবে ধরে খেলা ওডিআইয়ের জন্য উপযুক্ত কিন্তু টি২০তে নয়। একের পর এক তরুণ মুখ টি২০ দলের দরজায় কড়া নাড়ছে ফলে নির্বাচকরাও বিরাটকে দলে রাখা নিয়ে সন্দিহান। এক সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট সত্য হিসেবে ধরে নিলে সেই সন্দেহ আরও গাঢ় হয়েছে।
সেই রিপোর্ট বলছে, ক্ষুদ্রতম ফরম্যাটে দলের চাহিদা পূরণ করতে পারছেন না বিরাট কোহলি। এই আইপিএলে চমকপ্রদ পারফরম্যান্স করলে তবেই তাঁকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হবে। সূত্র এও বলছে, জাতীয় নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের কথা ভেবে কড়া পদক্ষেপ নিতে প্রস্তুত। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মুখ্য নির্বাচক অজিত আগরকরকেই (Ajit Agarkar) কারণ বিসিসিআইয়ের শীর্ষকর্তারা কোনওরকম বিতর্কে জড়াতে চান না।