
স্পোর্টস ডেস্ক : রবিবার বিশ্বকাপে ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেগা ম্যাচ। আর রবিবারই বিরাট কোহলির ৩৫ তম জন্মদিন। দারুন ফর্ম রয়েছে বিরাটের। কোহলি ইডেনে শতরান করলেই সচিন তেন্ডুলকারের সর্বাধিক ৪৯ সেঞ্চুরি ছোঁয়ার নজির সৃষ্টি করবেন। এই বিষয়ে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় জানালেন,বিরাট দারুন মেজাজে রয়েছে। বিশ্বকাপে ওর পারফরম্যান্স দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন। তবে বরাবরই ও এমনই আমি ওর মধ্যে আলাদা কিছু দেখিনি। বরাবর ও একই রকম থাকে।বিরাট বরাবর পেশাদার ক্রিকেটার। কঠোর পরিশ্রম করে। ম্যাচের দিন নিজের মানসিকতা বদলে ফেলতে জানে। তাই আমি এটাও বলে দিতে পারি, ও মোটেই ৪৯তম বা ৫০তম শতরান নিয়ে ভাবছে না। ওর আর এক বছর বয়স বেড়ে যাচ্ছে এটা নিয়েও ওর কোনও ভাবনা নেই। বিশ্বকাপ জেতার ব্যাপারে কোহলির ফোকাস সম্পূর্ণ একই রকম রয়েছে। রবিবারের ম্যাচ ভাল খেলবে আমি বিশ্বাস রাখছি।’ অস্ট্রেলিয়া ২০০৩ আর ২০০৭ বিশ্বকাপ অপরাজিত থেকে জয়লাভ করে। ভারতও কি তেমন কিছু করবে! দ্রাবিড় জানালেন, আমরা এখন এই সব নিয়েই ভাবছি না। সবকিছুরই একটা সিস্টেম আছে।ম্যাচ বাই ম্যাচ আমরা এগিয়ে যাচ্ছি। বাড়তি চাপ নিতে চাই না।’হার্দিক পান্ডিয়ার জায়গায় কেনো দলে প্রষিদ্ধ কৃষ্ণ!ভারতীয় কোচ বলেন,আমার মনে হয়, এটাই সেরা সিদ্ধান্ত। হার্দিক ছিটকে গিয়েছে। গত দু-তিন ম্যাচে ওকে পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও কয়েক ম্যাচে পাওয়া যায়নি। আমরা মূলত তিন পেসার, দুই স্পিনার কম্বিনেশনই খেলাচ্ছি। আর আমাদের রিজার্ভে কিন্তু স্পিন বিকল্প রয়েছে। ব্যাটিংয়ের জন্যও বিকল্প রয়েছে। এমনকি পেস বোলিং অলরাউন্ডারও।’