
অর্নব ঘোষ, ওঙ্কার বাংলা: তিরুপতি মন্দিরের পর এবার মথুরা বৃন্দাবনের মন্দিরে প্রসাদের ভেজাল নিয়ে অভিযোগ উঠল। অভিযোগ করেছেন সমাজবাদী পার্টির সংসদ ডিম্পল যাদব। অভিযোগ মন্দিরের প্রসাদে ভেজাল মিশিয়ে ভক্তদের দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের বিজেপি সরকার কে দায়ী করেছেন ডিম্পল। ইতিমধ্যেই উত্তর প্রদেশের বিভিন্ন মন্দিরের প্রসাদের গুণমান যাচাই এর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নেওয়া হয়েছে নমুনা।
বেশ কিছুদিন আগে তিরুপতি মন্দিরের প্রসাদ বিতর্কে কান্ডে এসপি সংসদ ডিম্পল যাদব মুখোমুখি হয়ে জানিয়েছিলেন বৃন্দাবন মথুরার প্রসাদেও ভেজাল মিশিয়ে ভক্তদের মধ্যে দেওয়া হয়। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে বিতর্ক উঠে। পুরো ঘটনায় উত্তরপ্রদেশের প্রশাসনকে দায়ী করেছেন ডিম্পল। ফের আরোও একবার উত্তরপ্রদেশের বিজেপি সরকার এর প্রতি ক্ষোভ উগরে দিলেন । প্রসাদ বিতর্কের মাঝেই উত্তরপ্রদেশ প্রশাসন সেই রাজ্যের বেশ কিছু মন্ত্রের প্রসাদের নমুনা নিয়ে পরীক্ষা শুরু করেছেন।
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির লাগবে ব্যবহার করা হচ্ছে গরু চর্বি, মাছের তেল, পাম্প তেল সহ একাধিক ভেজাল জিনিস। বিষয়টা নিয়ে রিপোর্ট পরীক্ষা করে দেখার পর ঘটনাটা সত্যি বলে প্রমাণিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ওয়াইএসআর কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন। ঘটনার অভিযোগ আমূল ডেয়ারির সংস্থার দিকে এলেও সেই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন সংস্থা।